রাজগঞ্জ ৬ ডিসেম্বরঃ যক্ষ্মা রোগে আক্রান্তদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হল রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে।
যক্ষ্মা মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে শুক্রবার রাজগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ও রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় গ্রামীণ হাসপাতালে এই সভার আয়োজন করা হয়।যেখানে যক্ষ্মা রোগে আক্রান্তদের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চক্রবর্তী বলেন, রাজগঞ্জ ব্লকে যে সমস্ত টিবি বা যক্ষ্মা রোগে আক্রান্তরা রয়েছেন তাদেরকে নিয়ে একটি আলোচনা করা হল।এই রোগে আক্রান্তদের সুস্থ করে তুলতে কিভাবে সাহায্য করা যেতে পারে সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হল।পাশাপাশি যক্ষ্মা রোগের বিষয়ে সচেতন করা হয়।যক্ষ্মা মুক্ত রাজগঞ্জ, যক্ষ্মা মুক্ত বাংলা, যক্ষ্মা মুক্ত দেশ গড়ার লক্ষ্যে এই সভা করা হল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি ডিটিও শুভদীপ সরকার, রাজগঞ্জের বিএমওএইচ রাহুল রায়, রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার সহ অন্যান্যরা।