রাজগঞ্জ, ১৫ জানুয়ারিঃ চাকরির দাবিতে জমিদাতাদের অবস্থান ১০ দিনে পড়ল। গত ৬ জানুয়ারি থেকে রাজগঞ্জের গেটবাজারে সেচ দপ্তরের অফিসে তালা মেরে বিক্ষোভ দেখানোর পর সেদিন থেকে গেটবাজারে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন জমিদাতারা। কিন্তু দেখা মেলেনি কোনো নেতা বা আধিকারিকের।তাই বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন জলপাইগুড়ি ল্যান্ডলুজার কমিটির সদস্যরা।এই অবস্থানের মাঝে পথ অবরোধও করা হয়।
আন্দোলনকারীরা বলেন, সরকারি প্রকল্পের জন্য ১৯৮৩-৮৪ সালে জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার।জমি অধিগ্রহণের সময় জমিদাতাদের সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।কিন্তু আজও চাকরি দেওয়া হয়নি।প্রায় ৬০০ ভূমিদাতা রয়েছে।
বহু আবেদন-নিবেদন এবং আন্দোলন করা হয়েছে।কিন্তু সরকারের তরফে চাকরির নিশ্চয়তা দেয়নি।তাই অবস্থান চালিয়ে যাওয়ার পাশাপাশি বৃহস্পতিবার থেকে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।