রাজগঞ্জ, ১৬ আগস্টঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পূজার প্রস্তুতি শুরু করলো পাঘালুপাড়া যুবক সংঘ মহিলাবৃন্দ।এবছর তাদের থিম তাইওয়ানের বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপ সজ্জা।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি সংলগ্ন পাঘালুপাড়ায় মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই দূর্গা পূজা।শুক্রবার খুঁটি পুজোর মাধ্যমে প্রস্তুতি শুরু করলেন তারা।এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
এই বিষয়ে পুজা কমিটির সদস্যরা জানান, মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই দুর্গা পূজা।এবছর ষষ্ঠ বর্ষে প্রদপর্ণ করবে।তাইওয়ানের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হবে পূজা মন্ডপ।এছাড়া রয়েছে আলোকসজ্জা।বাজেট রাখা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা।পুজোর পাশাপাশি চারদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।প্রচুর মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তারা।