মন্দিরে এলো না হেলিকপ্টার, ফিরে গেলেন ভক্তরা

রাজগঞ্জ, ২২ ফেব্রুয়ারি: প্রায় ৫ ঘণ্টা অপেক্ষা করেও হেলিকপ্টারের দেখা মিলল না।মুখ ভার করে ফিরে গেলেন প্রচুর মানুষ।রাজগঞ্জের তোতাইগছে বজরংবলী মন্দির চত্বরে এবছর তৈরি করা হয়েছে সুদৃশ্য শিবমন্দির। শুক্রবার পুজো শুরু হলেও শনিবার মন্দিরের উপরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল।


হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টির কথা মন্দির কমিটির পক্ষ থেকে প্রচার করা হয়েছিল।তাই এদিন সকাল থেকে মানুষ মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বেড়ে যায়। বহু মানুষ হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি দেখতে জমায়েত হয়। অপেক্ষার সময় বেড়ে গেলেও হেলিকপ্টার আর আসে না।

বেলা তিনটে নাগাদ মন্দির কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় হেলিকপ্টার আসবে না। ফলে মুখ বেজার করে বাড়ি ফিরে যায় সকলে।এ ব্যাপারে মন্দির কমিটির পক্ষে সত্যেন্দ্রনাথ রায় বলেন, হেলিকপ্টার আসার পাকা কথা ছিল।কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় আসতে পারেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *