রাজগঞ্জ, ৯ সেপ্টেম্বরঃ ঠাকুর পঞ্চানন বর্মার ৮৭ তম তিরোধান দিবস পালিত হল রাজগঞ্জে।
বুধবার রাজবংশী সোসিয় কালচারাল অরগানাইজেশন উদ্দ্যেগে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রামেপঞ্চায়েতের কামাতপাড়া এলাকায় এই দিনটি উদযাপন করা হয়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এছাড়া রাজবংশী কৃষ্টি-কালচার নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুর পঞ্চানন বর্মা তিরোধান দিবস পালন করা হয়।
এই বিষয়ে সঞ্জয় রায় বলেন, আজ ঠাকুর পঞ্চানন বর্মনের ৮৭ তম তিরোধান দিবন পালন করা হল। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজবংশী কৃষ্টি-কালচার তুলে ধরা হবে।