রাজগঞ্জ, ১১ আগস্টঃ রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন রুপালি দে সরকার এবং সহ-সভাপতি হলেন কবিতা ছেত্রী শৈব। বোর্ড গঠনের শেষে বিজয় উল্লাসে মাতলেন কর্মী সমর্থকরা।
রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির আসন ৩৬ টি। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয় ২৭ টি আসনে এবং বিজেপি পায় ৯ টি আসন। আজ রাজগঞ্জ বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়। বোর্ড গঠনের সভায় তৃণমূলের একজন বাদে সকলেই উপস্থিত হন। বোর্ড গঠনের ভোটাভুটিতে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হন রূপালী দে সরকার। তিনি শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হয়েছিলেন। গত পঞ্চায়েত সমিতির বোর্ডের সদস্য ছিলেন।
অন্যদিকে, সহ-সভাপতি হলেন কবিতা ছেত্রী শৈব। তিনি ডাবগ্রাম ১ গ্রাম পঞ্চায়েতের ২৫ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হয়েছিলেন। তিনিও গত পঞ্চায়েত সমিতির বোর্ডের সদস্য ছিলেন। এদিনের এর বোর্ড গঠনের পরে কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন।