রাজগঞ্জ, ২ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জের শিকারপুরে চাষের জমিতে জল সেচের জন্য তৈরি করা সেচ নালা(ফিল্ড চ্যানেল) ভেঙে পাচার হয়ে যাচ্ছে ইট। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কৃষকরা চাষ-আবাদের জন্য তিস্তার সেচ নালার জলের উপর নির্ভরশীল। মূলত সেচ নালার জল দিয়ে বোরো ধানের চাষ করেন কৃষকরা । স্থানীয়রা বলেন, প্রায় ১৫ বছর আগে সেচের জন্য ফিল্ড চ্যানেল তৈরি করা হয়।সেচের জল পাওয়ায় কৃষকদের চাষাবাদে উৎসাহ জাগে।অভিযোগ, কেউ বা কারো মদতে ফিল্ড চ্যানেলের ইট চুরি হয়ে যাচ্ছে।এই ঘটনায় সেচের জলের উপর নির্ভরশীল কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা রায় বলেন, বিষয়টি সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য জানিয়েছেন। সেচ নালার জল বন্ধ হয়ে গেলে কৃষকরা সমস্যায় পড়বেন। ঘটনাটি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।