রাজগঞ্জ, ৩০ সেপ্টেম্বরঃ শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ ছিল রাজগঞ্জের সুখানি টি প্রজেক্ট। প্রায় ১১ দিন পর অবশেষে বাগান খুলে যাওয়ায় খুশি শ্রমিকেরা।
জানা গিয়েছে, শ্রমিক মালিক অসন্তোষের জেরে গত ১৬ই সেপ্টেম্বর লকআউট নোটিস জারি করে রাজগঞ্জের সুখানি টি প্রজেক্ট বাগান কর্তৃপক্ষ।ফলে পুজোর আগে বাগান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছিল প্রায় তিন শতাধিক শ্রমিক।
শুক্রবার জলপাইগুড়ি শ্রম দপ্তরে এক বৈঠকের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর অবশেষে মালিকপক্ষ শনিবার সকাল থেকে বাগান খোলার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মত আজ সকাল থেকে বাগান খুলে দেওয়া হয়। বাগান খুলে যাওয়ায় সকালে কাজে যোগ দেয় শ্রমিকরা। পুজোর আগে বাগান খুলে যাওয়ায় খুশি শ্রমিকেরা।
এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তপন দে জানান, মালিক ও শ্রমিকের অসন্তোষের জেরে বাগানটি মালিকপক্ষ লকআউট ঘোষণা করেছিল। পুজোর আগে শ্রমিকদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের কথা ভেবে গতকাল শ্রম দপ্তরের আলোচনার মাধ্যমে এই বাগান খোলার সিদ্ধান্ত হয়।আজ বাগান খুলে যাওয়ায় খুশি সকলে।
যদিও এই বিষয়ে বাগানের ম্যানেজার কোনো মন্তব্য করতে চাননি।