রাজগঞ্জ,২১ জুলাইঃ ১০ দফা দাবিতে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির তরফে রাজগঞ্জ বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করা হল।এদিন স্মারকলিপি দেওয়ার আগে শহীদ দিবস উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের সদস্য নজরুল ইসলাম জানান, আজ আমরা দশ দফা দাবিতে রাজগঞ্জের বিডিও অফিসে স্মারকলিপি দিয়েছি।গ্রাম পঞ্চায়েত কর আদায়কারীদের স্থায়ীকরণ করতে হবে।কর আদায়কারীদের স্থায়ী না হওয়া পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে।অক্ষম কর আদায়কারীদের পরিবর্তে তাদের পরিবারের সদস্যদের নিয়োগ করতে হবে।আদায়কারীদের ভাতা এবং কমিশনের টাকা এনইএফটির মাধ্যমে প্রদান করতে হবে।কর আদায়কারীদের আইডি কার্ড প্রদান করতে হবে সহ নানান দাবিতে আমরা স্মারকলিপি প্রদান করলাম।
