রাজগঞ্জ ৪ এপ্রিলঃ রাজগঞ্জ ব্লকের বিভিন্ন রেশন দোকান গুলির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আজ রেশন দোকান পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট অরিন্দম বিশ্বাস, মহাকুমা খাদ্যে ও বন্টন আধিকারিক অজয় কুমার মিশ্র ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
আজ রাজগঞ্জের বিভিন্ন রেশন দোকান গুলির ঠিকভাবে রেশন দিচ্ছেন কিনা এবং সাধারন মানুষ সঠিকভাবে রেশন পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন প্রতিনিধিরা। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে রেশন দেওয়ার কথা বলেন তারা।
এবিষয়ে রাজগঞ্জ বিধায়ক হবে খগেশ্বর রায় বলেন, রাজ্য সরকারের নির্দেশে ১লা এপ্রিল মাসিক রেশন দেওয়া শুরু হয়েছে। আমাদের কাছে বিভিন্ন রেশন দোকানের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। সেই মতে আজ রাজগঞ্জের কুকুরজান,মান্তাদারি,তালমা, মগরাডাংগী সহ নানা যায়গাঘুরে দেখলাম। সবাই সঠিকভাবে রেশন পাচ্ছেনা বলে অভিযোগ ছিল। এই কারণে রেশন ডিলারদের সতর্ক করা হল।