রাজগঞ্জ, ২২ এপ্রিলঃ গ্রামগঞ্জে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের সুরক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করল হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন অর্থাৎ ন্যাফ।
বুধবার ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজগঞ্জ ব্লক প্রশাসনের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ৪৫০ জোড়া সার্জিকাল গ্লাভস, ৪৫০টি মাস্ক, ৫০০টি মাথার টুপি এবং হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ দেওয়া হয়।
ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, করোনা মোকাবিলায় গ্রাম ও প্রত্যন্ত এলাকায় আশা কর্মী সহ অনেক স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিচ্ছেন। তাদের সুরক্ষার কথা ভেবে সামগ্রী গুলি দেওয়া হল। নকশালবাড়ি, খড়িবাড়ি, মাটিগাড়া ও ফাঁসিদেওয়া ব্লক প্রশাসনকেও এই সুরক্ষা সামগ্রী দেওয়া হবে।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও এন সি শেরপা, ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভদীপ সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাদক্ষ দেবাশীষ প্রামাণিক সহ অন্যান্যরা।