রাজগঞ্জ ২৬ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জে তিনটি নতুন রাস্তার শিলান্যাস করা হল।সোমবার এই তিনটি রাস্তার শিলান্যাস করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, এদিন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফকোটিয়া মোড় থেকে ঢোপের হাট হয়ে চিল্কাপাড়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। জেলা পরিষদের অর্থানুকূলে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি করা হচ্ছে।
অন্যদিকে মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের শিমূলগুড়িগ্রাম এলাকার একটি সেতুর সংযোগকারি প্রায় ১.৪ কিলোমিটার অ্যাপ্রোচ রোড তৈরির শিলান্যাস করা হয়। এছাড়াও বেলাকোবা সংলগ্ন আমেতিমোড় রাস্তার শিলান্যাস করা হয়।।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন,আজ অনেক গুলি রাস্তার শিলান্যাস করা হল। এই রাস্তাগুলি বেহাল অবস্থায় ছিল।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার,শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর, মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায়, অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা।