রাজগঞ্জ, ১২ মেঃ ভালোবাসা করে বিয়ে করেছিলেন। আট বছরের ছেলেকে রেখে বাড়ি থেকে চলে যান স্ত্রী, সেই দুঃখে আত্মঘাতী হলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা সরকার পাড়ায়। মৃত যুবকের নাম বিপ্লব সরকার (৩৬)
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের বড়ভিটা সরকার পাড়ার বিপ্লব সরকার ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন। প্রায় ৯ বছর আগে হলদিবাড়ির প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেন।বর্তমানে তাদের ৮ বছরের এক পুত্র সন্তান রয়েছে। বিপ্লব কেরালায় শ্রমিকের কাজ করতেন।
এদিকে বাড়িতে তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের রিলস ভিডিও পোস্ট করতেন বলে পরিবারের অভিযোগ।
জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগে বাবার বাড়িতে যাবেন বলে সন্তানকে শ্বশুরবাড়িতে রেখেই বেরিয়ে যান প্রিয়াঙ্কা। সেদিন বাবার বাড়িতে পৌঁছান গৃহবধূ। কিন্তু পরের দিন বাজারে যাবে বলে বাপের বাড়ি থেকে বেরিয়ে যান।
প্রিয়াঙ্কার মা জানান,তার মেয়ে বাড়ি থেকে বাজার যাবে বলে বের হয়। তারপর আর তার খোঁজ মেলে না। পরে অন্য এক ফোন থেকে মেয়ে জানায় যে এক মহিলার সঙ্গে সে ব্যাঙ্গালোরে গিয়েছে। আর বাড়ি ফিরবে না বলে জানায়।
স্ত্রীর এই ঘটনা জানার পর এক সপ্তাহ আগে ভিন রাজ্যে কাজ থেকে বাড়ি ফিরে আসেন বিপ্লব। অনেক চেষ্টা করেও স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে পারেননি। গতকাল রাত ৮ টা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে যান বিপ্লব। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।