রাজগঞ্জ, ৭ ডিসেম্বরঃ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হল একটি বাড়ি।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রামে।খবর পেয়ে আজ ক্ষতিগ্রস্থ পরিবারটির সঙ্গে দেখা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, পানিকৌড়ি গ্রামের বাসিন্দা সঞ্জীব সরকার দিনমজুরের কাজ করেন।স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।গতকাল রাতে তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সেইসময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন।পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।যদিও দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।ঘরে থাকা যাবতীয় সামগ্রী সহ সমস্ত নথী পুড়ে ছাই হয়ে যায়।
এদিন সঞ্জীব সরকার বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।বাড়ির পাশে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম।ঘরের সবকিছুই পুড়ে গিয়েছে।সর্বস্বান্ত হয়ে পড়েছি বলে জানান তিনি।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, আজ সকালে জানতে এই ঘটনা জানতে পারি।ছুটে এসে পরিবারের সাথে দেখা করলাম।বাড়িতে থাকা সমস্তকিছু পুড়ে গিয়েছে।ত্রিপল,কম্বল ও কিছু বস্ত্র দেওয়া হল।পরিবারটি যাতে সরকারিভাবে সবরকম ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করা হবে।