রাজগঞ্জ, ২৭ জানুয়ারিঃ রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের সহদেব ভিটায় তৃণমূল কংগ্রেসের অঞ্চলভিত্তিক জনসভার আয়োজন।জলপাইগুড়ি জেলা এসটি.এসসি.ওবিসি সেলের পক্ষ থেকে এই অঞ্চলভিত্তিক জনসভার আয়োজন করা হয়৷
এদিনের জনসভায় বেশ কিছু পরিবার সিপিএম ছেড়ে জলপাইগুড়ি জেলা এসটি.এসসি.ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূলে যোগদান করেন।