রাজগঞ্জ ২৮ জানুয়ারিঃ ‘বাংলার বাড়ি গ্রামীণ’ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে বাড়ি পাচ্ছেন রাজগঞ্জের প্রায় ৪ হাজার ২৪১ জন উপভোক্তা।দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির আর্থিক সহায়তা প্রদান করা হল। বুধবার রাজগঞ্জ বিডিও অফিসে অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, সহ-সভাপতি কবিতা ছেত্রী শৈব এবং বিডিও সৌরভ কান্তি মণ্ডল, রনবীর মজুমদার, উত্তরা বর্মণ, অরিন্দম ব্যানার্জি, সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন বিডিও অফিসে অনুষ্ঠানের মাধ্যেমে রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি ও সুখানি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তি হিসেবে ৬০ হাজার টাকার অনুমোদন পত্র প্রদান করা হল। আজ বিকেলের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বাড়ি বানানোর প্রথম পর্যায়ে কিস্তির টাকা পেয়ে খুশি উপভোক্তরা।
পাশাপাশি এদিন ‘বাংলার বাড়ি’ সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করেন বিধায়ক। এই ট্যাবলো রাজগঞ্জের ব্লকের বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে বেড়াবে।
