রাজগঞ্জ, ৯ ডিসেম্বরঃ রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়া পাড়ায় একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, ঝাকুয়া পাড়া গ্রামের বাসিন্দা বাবুসোনা রায়ের বাড়িতে সোমবার সকাল ৯টা নাগাদ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।সেইসময় বাড়িতে কেউ ছিলেন না।স্থানীয়রাই আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন।পরবর্তীতে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।যদিও দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।ঘটনায় একটি ঘর পুড়ে গিয়েছে।
এই বিষয়ে বাড়ির সদস্যরা জানান, সকাল সকাল মাঠে কাজ করতে গিয়েছিলেন বাবুসোনা রায়।বাড়িতে সেইসময় কেউ ছিল না।বেশকয়েক হাজার টাকা সহ ঘরে থাকা যাবতীয় সামগ্রী ও সমস্ত নথী পুড়ে ছাই হয়ে গিয়েছে।প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।