রাজগঞ্জ, ২৭ জানুয়ারিঃ রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তান্ডব, আতঙ্কে রাজগঞ্জের পূর্ব হরিচরণ ভিটার বাসিন্দা মনোরঞ্জন দাস।
জানা গিয়েছে, মনোরঞ্জন দাস পেশায় দিনমজুর।কারও সঙ্গে ব্যক্তিগত বিবাদ নেই।এমনকি তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন বলেই জানা গেছে। গতকাল গভীর রাতে হঠাৎ করেই কয়েকজন দুষ্কৃতী মনোরঞ্জন দাসের বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে ঘরে আঘাত করা হয় এবং দীর্ঘ সময় ধরে চলে ইট-পাথর নিক্ষেপ। হামলার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।এই ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মনোরঞ্জন দাস ও তাঁর পরিবারের সদস্যরা।
এই বিষয়ে মনোরঞ্জন দাস বলেন,গতকাল রাতে কে বা কারা এই হামলা চালিয়েছে তা আমি জানি না। হঠাৎ করেই বাড়িতে হামলা চালানো হল।ইট-পাথর ছোড়া হয়েছে।কে বা কারা করলো—কিছুই বুঝতে পারছি না।
