সন্দেশখালির ঘটনার প্রতিবাদে রাজগঞ্জের বিভিন্ন থানা ঘেরাও কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার

রাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারিঃ সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হল।শনিবার ভোরের আলো থানা, আমবাড়ি আউটপোস্ট ও রাজগঞ্জ থানায় বিক্ষোভ দেখান রাজগঞ্জের বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।


জানা গিয়েছে, এদিন মিছিল করে থানায় যান বিজেপি কর্মী সমর্থকরা।থানার সামনে আসতেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।পরবর্তীতে বিজেপির একটি প্রতিনিধি দল থানার গিয়ে ওসির সঙ্গে দেখা করে।

এই বিষয়ে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা জানান, সন্দেশখালি ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে জুড়ে আজ প্রতিটি থানায় বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের পুলিশ শাসকদলের দলদাসে পরিনত হয়েছে।অন্যায়ভাবে মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে তারা ন্যায় বিচার পাচ্ছেন না। তাদের ন্যায় বিচারে দাবিতে আমাদের এই বিক্ষোভ মিছিল।এছাড়া শেখ শাহাজাহান সহ বাকি দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আমাদের এই থানা ঘেরাও কর্মসূচি বলে জানান তারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *