রাজগঞ্জ, ১০ ডিসেম্বরঃ দুটি চোরাই বাইক সহ দুজনকে গ্রেফতার করলো রাজগঞ্জ থানার পুলিশ। সোমবার বিকেলে রাজগঞ্জ থানার অন্তর্গত করতোয়া মোড় থেকে বাইক সহ দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল মনজর আলম ও হাসিরুল মহম্মদ।মনজর চোপড়া ব্লকের নাহারগছ ও হাসিরুল রাজগঞ্জের বলরাম এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে করতোয়া এলাকায় পেট্রোলিং করার সময় শিলিগুড়ির দিক থেকে দ্রুতগতিতে আসা দুটি বাইকে দেখে সন্দেহ হয় রাজগঞ্জ থানার পুলিশের।তাদের রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতেই স্বীকার করে বাইক দুটি চুরি করে এনেছে।
এরপরই বাইক সহ গ্রেফতার করা হয় দুজনকে।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটানার তদন্ত শুরু করেছে পুলিশ।