রাজগঞ্জ, ৩০ মেঃ দখল করে রাখা ক্লাব একমাস পর খুলে দিল তৃণমূল নেতৃত্বরা।গত ২ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনার ফল প্রকাশ হতেই তৃণমূলের তরফে রাজগঞ্জ ব্লকের ভুটকিহাট বিবেকানন্দ ক্লাব নিজেদের দখলে নেয় তৃণমূল নেতৃত্বরা।আজ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান করে ক্লাবের তালা খুলে দেওয়া হয়।
তৃণমূল নেতা অহিদার রহমান বলেন, ভোট পরবর্তী হিংসার কারণে দলের কেউ ক্লাবে তালা ঝুলিয়ে দিয়েছিল।এদিন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তালা খুলে দেওয়া হল।
ক্লাবের সভাপতি দিলীপ পাল বলেন, ভোট গণনার দিন ক্লাবে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল।আজ তালা খুলে দেওয়ায় আমরা খুশি।
এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কো-মেন্টর অহিদার রহমান, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি তুষারকান্তি দত্ত, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ফেরদৌস আলম প্রধান, তৃণমূলের অঞ্চল সভাপতি হেমন্ত রায় প্রমুখ।