রাজগঞ্জ, ১২ সেপ্টেম্বরঃ রাজগঞ্জে আয়োজিত হল দিবারাত্রি দাড়িয়াবান্দা খেলা (স্থানীয় ভাষায় পাখি খেলা)।
রবিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের ভান্ডারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভান্ডারীগছ পাখি খেলা কমিটির উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়।এই খেলার শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।এদিন এই খেলায় প্রায় কুড়িটি দল অংশগ্রহণ করে।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এটি একটি বহু পুরনো খেলা।কিন্তু বর্তমান সময়ে এই খেলা হারিয়ে যেতে চলেছে।এই খেলা আবার নতুন করে দেখতে পাওয়ায় খুব ভালো লাগছে।
এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কো- মেন্টর আহিদার রহমান, বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েত প্রধান শশী চন্দ্র বর্মন, সমিজদ্দিন মহম্মদ সহ অন্যান্যরা।