রাজগঞ্জ, ১৬ আগস্টঃ ফের শুরু হলো দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবির।
সোমবার রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কেবলপাড়া হাইস্কুল প্রাঙ্গণে শিবিরের আয়োজন করা হয়।শিবিরে ১৬ টি কাউন্টারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে।
এই শিবির থেকে লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী কার্ড আধার কার্ড, রেশন কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সহ যাবতীয় পরিষেবা পাবেন সাধারণ মানুষ।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৬ আগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবির শুরু হল।সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রায় সবরকম দপ্তর রয়েছে শিবিরে।এতে সাধারণ মানুষ উপকৃত হবে।