রাজগঞ্জ, ১০ জুলাই: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহন করল তৃণমূল যুব কংগ্রেস।শনিবার রাজগঞ্জ বাজার, আমবাড়ি ও বেলাকোবার বিভিন্ন পেট্রোল পাম্পে এই প্রতিবাদ কর্মসূচি গ্রহন করা হয়।
আমবাড়ি পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি তুষার কান্তি দত্ত। তিনি বলেন, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও ঊর্ধ্বমুখী। ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পেট্রোপণ্যের দাম না কমা পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে তিনি জানিয়েছেন।
অন্যদিকে, এদিন রাজগঞ্জ পেট্রোল পাম্পের সামনে একইভাবে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহন করা হয়। তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলার সহ-সভাপতি শেখ ওমর ফারুকের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে এলাকার যুব কর্মীরা অংশগ্রহণ করেন। শেখ ওমর ফারুক বলেন, সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশে আজ এবং আগামীকাল পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ কর্মসূচি করা হচ্ছে। পরবর্তীতেও এই আন্দোলন চলতে থাকবে। বেলাকোবাতেও একইভাবে প্রতিবাদ কর্মসূচি গ্রহন করা হয়।