রাজগঞ্জ, ২ জুনঃ আজ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান দিবস।বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের বিভিন্নস্থানে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালিত হচ্ছে।
রবিবার সকাল থেকেই রাজগঞ্জ ব্লকের আকারীগছ বানাভাষা আদি লোকনাথ মন্দির কমিটি ও আকারিগছ লোকনাথ মিশনে পুজো শুরু হয়েছে।পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা।
এই বিষয়ে আকারীগছ বানাভাষা আদি লোকনাথ মন্দির কমিটি সম্পাদক ভবতোষ দত্ত বলেন, বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে এক সপ্তাহ থেকে নানা অনুষ্ঠান হচ্ছে।আজ মূল উৎসব। আমাদের পুজো এবছর ৪১ তম বর্ষে পদার্পণ করেছে।সকাল থেকে স্থানীয়রা ও দূরদূরান্ত থেকে ভক্তরা আসছেন পুজো দিতে।সারাদিন ব্যাপি পুজো ও বাউল গান রয়েছে।এছাড়া এদিন দুঃস্থ ৫০ জনকে বস্ত্র বিতরণ করা হয়েছে।পাশাপাশি প্রসাদের ব্যবস্থাও রয়েছে।
অন্যদিকে আকারিগছ লোকনাথ মিশনের পুজো এবছর ২২ বছরে পদার্পণ করেছে। সকাল থেকেই লোকনাথ বাবার পুজো চলছে।লোকনাথ মিশনের পুজোতে প্রচুর ভক্তের সমাগম হয়েছে।ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।