রাজগঞ্জ, ২ জুনঃ আজ বাবা লোকনাথের তিরোধান দিবস। পুজো হল ঠিকই, কিন্তু অন্যান্যবারের মতো আড়ম্বরপূর্ণ ও সমাগম করে না করে পুজো সারতে দেখা গেল রাজগঞ্জ ব্লকের বিভিন্ন মন্দিরে। ইতিমধ্যেই ১ জুন থেকে বিভিন্ন ধর্মীয় স্থান খুলে দেওয়া হয়েছে। তবে মন্দির কমিটি গুলিকে মানতে হচ্ছে সরকারি নির্দেশিকা।
রাজগঞ্জের আকারিগছ লোকনাথ মন্দিরের এক কর্মকর্তা জানালেন, প্রতিবছর সমারোহ করে বাবা লোকনাথের পুজো করা হয়।সারাদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হত।কিন্তু এবার লকডাউনের কারণে তা সম্ভব হল না।