রাজগঞ্জ, ২৩ ফেব্রুয়ারিঃ বাড়ির প্রয়োজনে মাটি সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়লেন তিনজন।গুরুতর আহত হলেন এক মহিলা। রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হারিয়ারবাড়ি এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের হারিয়ারবাড়ি এলাকায় একটি কালভার্ট প্রায় ছয় মাস আগে ভেঙে গিয়েছে।তাই রাস্তার গুরুত্ব বিবেচনা করে কিছুদিন আগে সরকারিভাবে কালভার্ট তৈরির কাজ শুরু হয়।রবিবার বাড়ির প্রয়োজনে এলাকার বেশকয়েকজন মহিলা ও পুরুষ সেখানে মাটি আনতে যায়।সেই সময় মাটি চাপা পড়েন তিনজন।স্থানীয়দের বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করা হয়।তাদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। তাকে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আরেক ব্যক্তিকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ।
আরও কেউ মাটির নীচে থাকতে পারে এই সন্দেহে আর্থমুভার দিয়ে তল্লাশি চালানো হয়।তবে শেষ খবর পাওয়া অবধি কারো খোঁজ মেলেনি।
স্থানীয়রা দ্রুতগতিতে কালভার্ট তৈরির কাজ সম্পন্ন করার দাবি তুলেছেন।পাশাপাশি কেউ যাতে সেই জায়গায় মাটি নিতে না আসে সেব্যাপারেও নজরদারি রাখার দাবি তুলেছেন স্থানীয়রা।