রাজগঞ্জ, ৩০ নভেম্বরঃ নারী নিরাপত্তায় রাজ্য বিধানসভায় পাস হওয়া ‘অপরাজিতা’ বিলকে আইনে পরিণত করার দাবিতে মিছিল করলো রাজগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেস।
শনিবার রাজগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জের স্কুলপাড়া থেকে এই মিছিল শুরু হয়ে পোস্ট অফিসে গিয়ে শেষ হয়।এই মিছিলে বহু কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।মিছিলের পাশাপাশি একটি যোগদান সভার আয়োজন করা হয়। এই সভার মধ্য দিয়ে সিপিএম ও বিজেপি ছেড়ে ৫৭টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ঠা সেপ্টেম্বর বিধানসভায় নারী ও শিশু সুরক্ষায় অপরাজিতা বিল পাস করান।সেই বিলটি আইনে প্রণয়ন করার জন্য লোকসভায় পাঠানো হলেও কেন্দ্র সরকারের অনীহার কারণে সেই বিলটি এখনো আইনে পরিণত হয়নি।নারী সুরক্ষার জন্য এই বিলকে আইনের পরিণত করার দাবিতে আজ মিছিল করা হল।