রাজগঞ্জ, ৫ জুনঃ রাজগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের।আহত ৩ জন৷শনিবার ঘটনাটি ঘটেছে বেলা ১২ টা নাগাদ রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এক ব্যক্তি ফাটাপুকুরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। সেসময় জলপাইগুড়ি থেকে আসা একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা মেরে উল্টে যায়।ঘটনায় ওই ব্যক্তি গুরুতর জখম হন।এছাড়াও ট্রাকে থাকা চালক সহ তিনজন আহত হন।
ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পথচারীকে মৃত বলে ঘোষণা করেন।বাকিদের চিকিৎসা চলছে।
এদিকে ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দা বাপি চৌধুরী বলেন, ফাটাপুকুরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।পরিকল্পনাহীনভাবে রাস্তার কাজের জন্য দুর্ঘটনা ঘটছে বলে তাদের অভিযোগ।তাই স্থায়ী বন্দোবস্ত করার দাবি তুলেছেন তিনি।
স্থানীয় পঞ্চায়েত সদস্য অমল কুড়ি বলেন, প্রায় ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে।পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।তার পরিচয় এখনও জানা যায়নি।পরিকল্পনাহীন ভাবে রাস্তার কাজ কর্ম হচ্ছে যার ফলে দুর্ঘটনার আশঙ্কা লেগেই রয়েছে।
ঘটনাস্থলে রাজগঞ্জ থানার পুলিশ গিয়ে গাড়িটিকে উদ্ধার করে ঘটনারতদন্ত শুরু করেছে।