রাজগঞ্জে রতন রায়ের সমর্থনে পথসভা ও রোড শো মীনাক্ষী মুখার্জির  

রাজগঞ্জ, ১০ এপ্রিলঃ রাজগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী রতন রায়ের সমর্থনে পথসভা ও রোড শো করলেন মীনাক্ষী মুখার্জি।


শনিবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত কালিনগরে পথসভা এবং বেলাকোবা কলেজ মোড় থেকে বটতলা পর্যন্ত তিন কিলোমিটার রোড শো করেন ডিওয়াইএফ‌আই-এর রাজ্য সভানেত্রী তথা নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী মীনাক্ষী মুখার্জি।এদিনের রোড শো তে সিপিএম ও কংগ্রেসের বহু কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

পথসভায় মীনাক্ষী মুখার্জি বলেন, ‘এক সন্ত্রাসের রাজনীতি চলছে, যদি আপনাদের রুখে দাঁড়াতে হয় কোমরটাকে শক্ত করতে হবে এবং মাথাটাকে পরিষ্কার করতে হবে।নিজের বাড়ির মা বোনদের সম্মান রক্ষার জন্য, সংবিধানের জন্য নতুন পশ্চিমবঙ্গ গড়ে তুললে এবং এই রাজগঞ্জকে আরও উন্নত করার জন্য একটাই বিকল্প সংযুক্ত মোর্চা’।


এদিনের পথসভা ও রোড শো তে  সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শলীল আচার্য, প্রার্থী রতন কুমার রায়, ডিওয়াইএফআই জেলা সম্পাদক মন্ডলের সদস্য বিউটি পারবিন সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *