রাজগঞ্জ, ২৬ জুনঃ কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতার সাতমাস পূর্ণ হওয়ায় রাজগঞ্জে কংগ্রেসের তরফে প্রতিবাদ দিবস পালন করা হল।
শনিবার রাজগঞ্জ বাজারে জলপাইগুড়ি জেলা আইএনটিইউসির পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হয়।পাশাপাশি সকলকে করোনার টিকা দেওয়ার দাবি তোলা হয়।
এই বিষয়ে জলপাইগুড়ি জেলা আইএনটিইউসির জেলা সভাপতি দেবব্রত নাগ বলেন, গত ২৬ নভেম্বর দিল্লিতে কেন্দ্রের কৃষি আইন নিয়ে আন্দোলন শুরু হয়েছে।সেই আন্দোলনের আজ সাত মাস পূর্ণ হল।সংযুক্ত কৃষাণমোর্চা সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে বিভিন্ন দাবি সহ কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় সারা ভারত জুড়ে এই প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে।