রাজগঞ্জ, ২৫ জুলাইঃ সাংবাদিক নিগ্রহ সহ রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রাজগঞ্জে প্রতিবাদ সভা কংগ্রেসের।
শুক্রবার রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আক্রান্ত হন।সেই ঘটনার প্রতিবাদ ছাড়াও এরাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নিগ্রহ, পেগাসাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজগঞ্জ বাজারে প্রতিবাদে সভা করে কংগ্রেস।এদিন সংগঠনের তরফে রাজগঞ্জ বাজার এলাকায় মিছিলও বের করা হয়।
এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষ দস্তিদার বলেন, রাজ্য এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা আক্রান্ত এবং খুন হচ্ছে।আদতে রাজ্য ও কেন্দ্র সংবাদ মাধ্যমের কন্ঠরোধ করার চেষ্টা করছে।এছাড়াও এদিন পেগাসাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান তিনি।
এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষদস্তিদার, কংগ্রেসের রাজগঞ্জ ব্লকের সভাপতি দেবব্রত নাগ সহ অন্যান্য নেতৃত্বরা।