রাজগঞ্জ, ২ এপ্রিলঃ রক্ত সংকট ও থ্যালাসেমিয়া শিশুদের জীবন রক্ষার্থে রাজগঞ্জে রক্তদান শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এবং রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় রাজগঞ্জে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়।
এই বিষয়ে রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক রঞ্জিত কুমার মন্ডল বলেন, সারা রাজ্যে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে।ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় রক্তশূন্য।যারা অপারেশনের রোগী এবং থ্যালাসেমিয়া শিশুরা রক্তের অভাবে ভুগছে।তাদের কথা চিন্তা করেই সংস্থার তরফে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।প্রায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান তিনি।