দাবি মতো হচ্ছে না কাজ, রাজগঞ্জে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা  

রাজগঞ্জ, ২৬ ডিসেম্বরঃ দাবি মতো হচ্ছে না রাস্তার কাজ, রাজগঞ্জে কাজ বন্ধ করলেন স্থানীয়রা। পথশ্রী-৪ প্রকল্পের আওতায় রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোটাগছ থেকে চেয়ারীখাড়ি যাওয়ার রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও, স্থানীয়দের দাবি অনুযায়ী রাস্তা চওড়া না হওয়ায় কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা।


স্থানীয়দের অভিযোগ, আমবাড়ি-হাতিমোড় রাজ্য সড়কের মোটাগছ থেকে রায়সাহেব পঞ্চানন বর্মার উপনয়নের করতোয়া ঘাট পর্যন্ত যে নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বর্তমান নকশা অনুযায়ী যথেষ্ট চওড়া নয়। ফলে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা দেখা দেবে।একাধিকবার  প্রশাসনের কাছে রাস্তা চওড়া ও উন্নত করার আবেদন জানানো হয়েছিল।কিন্তু সেই দাবি উপেক্ষা করেই কাজ শুরু করা হয়।এরপরই আজ রাস্তার কাজ বন্ধ করে দেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা করুনাকান্ত অধিকারী বলেন, আমরা উন্নয়নের বিরোধী নই। রাস্তা হোক, কিন্তু এমনভাবে হোক যাতে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হয়। সংকীর্ণ রাস্তা হলে সাধারণ মানুষেরই ক্ষতি হবে। তাই রাস্তা বড় করার দাবিতে আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছি।


এই বিষয়ে রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডল ফোনে জানান, এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনও অভিযোগ পাইনি। আমাদের কাছে অভিযোগ জানালে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের দাবি পাঠিয়ে দেব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *