রাজগঞ্জ, ২৬ নভেম্বরঃ রাজগঞ্জে সাংবাদিকের উপর নৃশংস হামলা।সোমবার গভীর রাতে রাজগঞ্জে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সাংবাদিক সুদীপ বিশ্বাসকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে তন্ময় রায় এবং দীপ দে।ঘটনার সময় হামলাকারীদের সঙ্গে উপস্থিত ছিল পঙ্কজ দাস।
আক্রান্ত সাংবাদিক জানান, হামলাকারীদের একজন লোহার তৈরি একটি সরঞ্জাম দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।এতে তিনি গুরুতরভাবে আহত হন এবং আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়।
হামলার এই গোটা ঘটনা নিকটবর্তী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে। সেই ফুটেজে হামলাকারীদের গতিবিধি ও হামলার বেশকিছু মুহূর্ত ধরা পড়েছে, যা ইতিমধ্যেই পুলিশের হাতে পৌঁছেছে।ঘটনার পর সোমবার গভীর রাতেই ভোরের আলো থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত সাংবাদিক।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের খোঁজ শুরু করেছে পুলিশ।
এদিকে ঘটনায় সাংবাদিক মহল সহ স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও কড়া শাস্তির দাবি তুলেছেন সকলে।
