রাজগঞ্জ, ৩ জানুয়ারিঃ চা বাগানে চিতাবাঘ।আতঙ্ক রাজগঞ্জের শিমুলগুড়িতে।
শুক্রবার দুপুরে রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রামপঞ্চায়েতের শিমুলগুড়ির পাখিরডাঙ্গা এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি রেঞ্জের অন্তর্গত চেউলিবাড়ি বিটের বনকর্মীরা।
জানা গিয়েছে, এদিন চা বাগানে কাজ করার সময় বাগানের মাঝে হঠাৎ একটি চিতা বাঘ দেখতে পান শ্রমিকেরা।এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় আমবাড়ি রেঞ্জের বনকর্মীদের। বনকর্মীরা পৌঁছে চিতাবাঘের খোঁজ শুরু করেছে।
এই বিষয়ে চেউলিবাড়ি বিট অফিসার মহেশ কুমার বাল্মীকি জানান, এলাকায় চিতাবাঘ দেখতে পাওয়া গিয়েছে বলে খবর আসে।আমরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের খোঁজ শুরু করি।যদিও এখনও পর্যন্ত বাঘ থাকার কোন প্রমাণ পাওয়া যায়নি।