রাজগঞ্জে এসআইআর শুনানি! নথির অভাবে হয়রানির শিকার ভোটাররা

রাজগঞ্জ, ২৯ ডিসেম্বরঃ এসআইআর শুনানি শুরু রাজগঞ্জে, নথির অভাবে উদ্বেগে ভোটাররা।


রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর শুনানি।সেই শুনানিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই রাজগঞ্জের বিডিও অফিস চত্বরে দীর্ঘ লাইন ও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বহু মানুষ নিজেদের নাম, নথি ও সংশোধনী সংক্রান্ত বিষয়ে শুনানিতে অংশ নিতে বিডিও অফিসে হাজির হন।

সূত্রের খবর, এসআইআর তালিকা সংক্রান্ত ত্রুটি, ভোটার তালিকায় নাম বাদ পড়া, ঠিকানা সংশোধন, পারিবারিক তথ্যের ভুল সহ একাধিক বিষয়ে আবেদন জানাতেই এদিন মানুষের ভিড় বাড়ে।সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হন মানুষ।প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বহু ভোটার শুনানি কেন্দ্রে উপস্থিত হলেও, অনেকের কাছেই সব নথি না থাকায় উদ্বেগ বাড়ে।


শুনানিতে আসা একাধিক ভোটারের অভিযোগ, কর্তৃপক্ষ যে নথিগুলি দেখতে চাইছে তার সব তাদের কাছে নেই।কখনও স্কুলে না যাওয়ায় স্কুল সার্টিফিকেট নেই।আবার কারও জন্ম বাড়িতেই হওয়ায় জন্ম সার্টিফিকেট সংগ্রহ করা সম্ভব হয়নি।অনেকেই দাবি করেন, তারা অসম থেকে এসেছেন এবং বাবা-মা বহু আগেই প্রয়াত হওয়ায় প্রয়োজনীয় নথি জোগাড় করা কঠিন।

এই বিষয়ে জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডল জানান, রাজগঞ্জ বিধানসভা ও ফুলবাড়ি বিধানসভা এলাকায় যথাক্রমে ৫,৪০৪ জন ও ৩২,৬৫৯ জন ভোটার এই শুনানি প্রক্রিয়ার আওতায় রয়েছেন।নথি সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী যে ১৩টি নথির কথা বলা হয়েছে, সেই অনুযায়ীই কাজ করা হচ্ছে।ভোটারদের অসুবিধার কথা মাথায় রেখে হেল্পডেস্কের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *