রাজগঞ্জ ব্লকে শুরু হল দুয়ারে রেশন

রাজগঞ্জ, ১৫ সেপ্টেম্বরঃ আজ থেকে দুয়ারে রেশন শুরু হল রাজগঞ্জ ব্লকে।পরীক্ষামুলকভাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্প চলবে।


জানা গিয়েছে, আপাতত রাজগঞ্জের মাঝিয়ালি, পানিকৌরি, কুকুরজান ও শিকারপুর গ্রাম পঞ্চায়েতে  দুয়ারে রেশন দেওয়া হবে।এমাসে ৮ দিন দুয়ারে রেশন দেওয়া হবে।

এদিন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগছ ও সাকিরাজোৎ,পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের চাঁন্দারবাড়ি, কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ফকটিয়াপাড়া, মান্তাপাড়া, খালপাড়া, গোমস্তাপাড়া ও চেপাদেওয়া এবং  শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কবিবাড়ি, কলাবাড়ি ও ঘনসুয়াবাড়ি গ্রামে দুয়ারে রেশন দেওয়া হয়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet girişbetist