রাজগঞ্জ, ৩০ এপ্রিলঃ রাজগঞ্জে তৈরী হচ্ছে সেফ হোম।জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা শিল্পতালুকের ভেতরে রয়েছে কর্মতীর্থ।সেই কর্মতীর্থতে সেফ হোম তৈরীর কাজ চলছে।
ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সেফ হোমে ২৮টি কক্ষ রয়েছে।মোট ৫০ জন রোগী থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে।যেখানে মহিলা ও পুরুষদের জন্য আলাদা বিভাগ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সেফ হোমটি চালু করা হবে।