রাজগঞ্জ, ২৯ মার্চঃ লোকসভা ভোটের আগে রাজগঞ্জে তৃণমূলে যোগদান করলো নির্দল পঞ্চায়েত সদস্য সহ দুই শতাধিক কর্মী সমর্থক।
জানা গিয়েছে, শুক্রবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করেন রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া ১০৯ নম্বর বুথের নির্দল পঞ্চায়েত সদস্য মাধবী রায় সহ তার বেশকিছু কর্মী সমর্থক।
এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক তপন ভট্টাচার্য, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার, তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত সহ অন্যান্যরা।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে ভুল বোঝাবুঝির কারণে আমাদের কর্মী সমর্থক নির্দল হয়ে নির্বাচনে লড়াই করে। সেই নির্বাচনে জয়লাভও করেন। আজ সে আবার তার পুরনো দলে ফিরে এলো এবং তার সাথে কয়েকশো কর্মী সমর্থক যোগদান করেছে। লোকসভা নির্বাচনে আগে যোগদানের ফলে আমাদের বাড়তি সুবিধা হল। জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে জানান তিনি।