রাজগঞ্জ, ২৩ জানুয়ারিঃ নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের আয়োজন তৃণমূল কংগ্রেসের। রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রামপঞ্চায়েতে ঝাঞ্জু পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজী সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে খেলার সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, এক দিবসীয় এই ভলিবল টুর্নামেন্টে রাজগঞ্জ ব্লকের মোট আটটি দল অংশগ্রহণ করেছে। এই ভলিবল টুর্নামেন্টে ট্রফি ছাড়াও আর্থিক পুরস্কার রাখা হয়েছে।
বিধায়ক ছাড়াও টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে, রাজগঞ্জের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার, পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার সহ অন্যান্যরা।