রাজগঞ্জে বাইক ও ছোট গাড়ির সংঘর্ষে জখম ৩

রাজগঞ্জ,২ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক ও ছোট গাড়ির সংঘর্ষে জখম ৩।সোমবার রাতে ঘটনাটি ঘটে।আহতরা হল সঞ্জয় মালাকার (২৪) সুমিত্রা মালাকার (২৭) ও প্রদীপ মালাকার (২৮)। আহতরা প্রত্যেকেই একই পরিবারের, সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিপাড়ার বাসিন্দা। 


স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সোমবার রাত্ ৮ টা নাগাদ একটি বাইক ও একটি অল্টো পাশাপাশি দ্রুত গতিতে রাজগঞ্জ থেকে গাডরার দিকে যাচ্ছিল। সেইসময় আচমকা বাইকটি  ডান দিকে মোড় নিতেই পেছন থেকে অল্টো গাড়িটি সজোরে ধাক্কা মারে৷ঘটনায় বাইক থেকে চালক সহ দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে। অপরদিকে অল্টোগাড়িটি রাস্তার ফুটপাত সংলগ্ন ড্রেনে পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রা এসে জখম ব্যাক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *