রাজগঞ্জ, ১১ মার্চঃ রাজগঞ্জে সংযুক্ত মোর্চার (CPIM) প্রার্থী হলেন রতন রায়। রাজগঞ্জের বিধানসভার সুখানি অঞ্চলের জামুরিভিটা এলাকায় বাসিন্দা রতন রায় সিপিএমের মনোনীত বিধায়ক প্রার্থী হিসেবে নতুন মুখ।তাকে প্রার্থী করায় যথেষ্ট খুশি এলাকার বাম সংগঠনের সদস্যরা।তাকে বাড়িতে গিয়ে ফুল-মালা দিয়ে সংবর্ধনা জানানো কর্মী-সমর্থকরা।
রতন রায় জানান, মূলত শিক্ষা, কৃষি এবং কর্মসংস্থান নিয়েই তাদের লড়াই।রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৯০% মানুষ বামেদের উপর ভরসা রাখবেন বলে তিনি আশাবাদী।রাজগঞ্জে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি তৃণমূলকে নজর রেখেছেন।
যদিও খগেশ্বর রায় বনাম কৃষ্ণ দাসের লড়াইকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি।তার মতে, বিরোধীরা নিজেরাই নিজেদের দোষ তুলে ধরছেন।তাই বিজয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।