রাজগঞ্জ, ১১ মেঃ জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর কলোনি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল আমবাড়ি ফাঁড়ির পুলিশ।অভিযুক্ত ব্যক্তির নাম শশী মোহন রায়।
আমবাড়ি ফাঁড়ির ওসি সজল রায় জানান, শশী মোহন রায় দীর্ঘদিন থেকে জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত । তার নামে একাধিক অভিযোগ রয়েছে । অভিযান চালানো হলেও বেশ কিছুদিন ধরে শশীমোহনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।