রাজগঞ্জে কর্মীসভা করলেন বিমান বসু ও প্রদীপ ভট্টাচার্য

রাজগঞ্জ, ২৫ মার্চঃ রাজগঞ্জে ধর্মশালায় কর্মীসভা করলেন বামফ্রন্টের রাজ্য চেয়ারম্যান বিমান বসু ও কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য।এদিন রাজগঞ্জ বাজার সংলগ্ন ধর্মশালায় সংযুক্ত মোর্চার সমর্থিত (CPIM) প্রার্থী রতন রায়ের সমর্থনে কর্মীসভা করা হয়। কর্মীসভায় প্রচুর সিপিআইএম ও কংগ্রেসের সমর্থকেরা উপস্থিত ছিলেন।


এদিনের সভায় বিমান বসু বলেন, ভারতীয় জনতা পার্টি একটি ভয়ঙ্কর দল।ওই দলটি আরএসএস দ্বারা পরিচালিত।মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।তৃণমূলও তৈরি হয়েছে আরএসএসের পরামর্শেই। তাই ওই দুই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই।তাই সরকার তৈরি করার লক্ষ্যে এগিয়ে যেতে রাজগঞ্জ বিধানসভার প্রার্থী রতন রায়কে বিপুল ভোটে জয় করুন।

এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী রতন রায়, সিপিআইএম’এর জলপাইগুড়ি জেলার সম্পাদক সলীল আচার্য, প্রদেশ কংগ্রেসের কমিটির সদ্যস নির্মল ঘোষ দস্তিদার, সিপিআইএমের প্রাক্তন সংসদ মহেন্দ্র কুমার রায়,  কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত নাগ সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *