রাজগঞ্জ,৩০ জুলাইঃ রাজগঞ্জে পালিত হল বিশ্ব মানব পাচার বিরোধী দিবস।শুক্রবার জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় জলপাইগুড়ি চাইল্ড লাইনের পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই উপলক্ষে একটি সচেতনতামূলক শিবির করা হয়।
এই বিষয়ে সুদীপ্ত গোস্বামী ও কল্পনা রায় বলেন, শুধু মানবপাচার নয়, শিশুরা ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুশ্রম ও বাল্যবিবাহ হচ্ছে। কিশোরীরা মোবাইলের মাধ্যমে অজানা-অচেনা লোকের খপ্পরে পড়ে পাচার হয়ে যাচ্ছে। সেকারণে কিশোরীদের নিয়ে এই সচেতনতামূলক শিবির করা হয়। শিবির থেকে কিশোরীরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও বিষয়টি জানাতে পারবে।