রাজগঞ্জ,২৩ সেপ্টেম্বরঃ রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ১৯৬ জন পড়ুয়াদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
খগেশ্বর রায় বলেন, আজ এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সবুজ সাথীর সাইকেল দেওয়া হলো। আগামীতে আরো ছাত্র-ছাত্রীদের সবুজ সাথীর সাইকেল দেওয়া হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্নিমা রায়, জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।