২১শে জুলাই শহীদ দিবসের কর্মসূচি নিয়ে রাজগঞ্জের আমবাড়িতে প্রস্তুতি সভা

রাজগঞ্জ, ১৬ জুলাইঃ তৃণমূলের ২১শে জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি সভা করা হলো রাজগঞ্জের আমবাড়িতে।মঙ্গলবার রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমবাড়ির কল্যাণী ভবনে এই প্রস্তুতি সবার আয়োজন করা হয়।এদিন প্রস্তুতি সভার পাশাপাশি বেশকয়েকজন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন।


জানা গিয়েছে, আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের কর্মসূচিতে রাজগঞ্জ ব্লক তথা রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বহু কর্মী-সমর্থক অংশগ্রহণ করবে।এই কর্মসূচিতে যাওয়ার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বাসের ব্যবস্থা করা হয়েছে।সেসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই প্রস্তুতি সভা করা হয়।

এদিনের সভাতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত, সমিজুদ্দিন আহমেদ, বিজয় দাস, মিহির ঘোষ,দীপেন রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *