প্রশান্ত বর্মন গরহাজির! রাজগঞ্জের বিডিও’র দ্বায়িত্বে জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডল

রাজগঞ্জ, ২০ জানুয়ারিঃ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন অনুপস্থিত। জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডলকে বিডিও-র দায়িত্ব দিল প্রশাসন।   
প্রশান্ত বর্মণের জায়গায় দায়িত্ব সামলাবেন সৌরভকান্তি মণ্ডল। স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলা জটিলতায় বর্তমানে গরহাজির প্রশান্ত বর্মন।তার জায়গায় বিডিও হিসেবে দায়িত্ব সামলাবেন জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডল।এদিন তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডলকে প্রশাসনিক ও আর্থিক চার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। 
বিধায়ক জানান, রাজগঞ্জ ব্লকে দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে অবশেষে নতুন একজনকে দায়িত্ব দিয়েছে রাজ্য প্রশাসন।খবর পেয়েই নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।নতুনভাবে কাজ শুরু করার মাধ্যমে ব্লকের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতি পাবে বলে আশাবাদী তিনি। 
প্রসঙ্গত, রাজগঞ্জের বর্তমান বিডিও প্রশান্ত বর্মন নিউটাউন স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত।সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। তবে এখনও পর্যন্ত তিনি ‘পলাতক’ রয়েছেন। ফলে প্রশাসনিক কাজকর্ম কার্যত স্থবির হয়ে পড়েছে।প্রশাসনিক সূত্রে খবর, কাজকর্ম সচল রাখতেই জয়েন্ট বিডিওকে দায়িত্ব দিয়েছে প্রশাসন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *