রাজগঞ্জ, ২৪ ডিসেম্বরঃ কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে ভারতীয় জনতা কিষান মোর্চার রাজগঞ্জ ব্লকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজগঞ্জের বিডিওকে স্মারকলিপি প্রদান করা হল।এদিন রাজগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপি জমা দেওয়া হয়।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, ভারতীয় জনতা কিষান মোর্চার জলপাইগুড়ি জেলার সভাপতি নকুল দাস, বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য দিলীপ চৌধুরী সহ রাজগঞ্জ ব্লকের বিজেপি নেতৃত্বরা।
এদিন বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, অনেক ক্ষতিগ্রস্ত কৃষক আত্মহত্যা করেছে।ফসল কেনার সরকারি প্রক্রিয়া দখল করে নিয়েছে ফড়েবাজরা।সার ও বীজের কালোবাজারি চলছে।তাই কৃষকদের ক্ষতিপূরণের পাশাপাশি আত্মহত্যা করা কৃষকদের পরিবারকে ২০ লক্ষ টাকা দেওয়ার দাবি করা হয়।এছাড়া এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার দাবি ছাড়াও সমস্ত কৃষকদের কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।এছাড়াও বিদ্যুৎ বিল ও পেট্রোপণ্যে রাজ্য সরকারের সেস কমানোর দাবি করা জানানো হয়েছে।